সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মোহাম্মদ মাসুদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার কান্ডারী হয়ে জনতার পাশে থাকতে চাই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জের) মানুষের সেবা করতে নৌকার কান্ডারি হতে চাই। সারা জীবন নানা সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে এলাকার মানুষের সুখে-দু:খে ছিলাম, আজীবন থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে কেন্দ্রের গ্রীন সিগন্যাল পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় এমপি পদে নৌকা প্রতীক নিয়ে আমার প্রার্থীতা ঘোষনা করতেছি। ছোট বেলা থেকেই আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। বর্তমানে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্বে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে এ আসনে দল আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবে বলে আমি আশাবাদী। তবে দলের হাইকমান্ড এই আসনে যাকেই মনোনীত করেন আমি নৌকার প্রার্থীর জন্য দলের বৃহত্তর স্বার্থে কাজ করব। আজ রোববার(১৮মার্চ) সকাল ১১টায় সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় এমপি পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থীতা ঘোষনা করে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা এলাকার বিশিষ্ট সমাজ সেবক, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুর রহমান। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো: বদর উদ্দিন বদুূর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে সরাইল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকসহ উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, আওয়ামীগের প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো: ছাদেক মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: ইসমত আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা ও চুন্টা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী মো: মাহফুজ আলী, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজারসহ অন্যান্য নেতা-কর্মীরা উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন