সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি পীরজাদা শাহ এমদাদুল হক আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের বাসিন্দা, টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(জাতীয়করণকৃত) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক(অবসর প্রাপ্ত), সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি পীরজাদা শাহ এমদাদুল হক ওরফে ইউনুছ মিয়া(৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ২১নভেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। আজ সন্ধায় তাঁর মরদেহ গ্রামের বাড়ি টিঘর গ্রামে নিয়ে আসা হয়েছে। জানা যায়, ১৯নভেম্বর রবিবার সকালে একটি গ্রাম্য শালিস শেষ করে বাড়িতে পৌছাঁর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের লোকজন তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি আজ ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ২২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় টিঘর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন