সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইউএনওঃ’ সরকারি নিয়ম-নীতির মধ্যে সরাইলে ভালো কিছু করতে চাই’
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ , ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
‘সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইউএনওঃ’ সরকারি নিয়ম-নীতির মধ্যে সরাইলে ভালো কিছু করতে চাই’
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাব সভাপতি আইয়ুব খান, সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ,
সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইব্রাহীম, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাহিত্য ও পাঠাগার
সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, কার্যকরী সদস্য তরিকুল ইসলাম দুলাল ও সদস্য মো. মুরাদ খান এতে অংশগ্রহন করেন।
এসময় ঢাকা টাইমসের আঞ্চলিক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, আজকের পত্রিকার সরাইল রতিনিধি ও ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক এম মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, আমিও সাংবাদিকতা করেছি। সাংবাদিকেরা হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ ও সমাজের চোখ। সরকারি নিয়ম-নীতির মধ্যে সরাইলে ভালো কিছু করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য চট্টগ্রাম জেলার বাসিন্দা ও সরাইল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন ইতিপূর্বে রামু উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন