সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রমহমান আর নেই, বাদ যোহর জানাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রমহমান আর নেই, বাদ যোহর জানাজা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমান আর নেই। বার্ধক্যজনিতকারনে রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার(২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তরকুট্টাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও মরহুমের পুত্র মাওলানা আতিকুর রহমানের বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আগামীকাল বুধবার(২৩ এপ্রিল) বাদ যোহর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া মরহুমের গ্রামের বাড়ি বছিউড়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিৎ করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন