সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের ফুলেল সংবর্ধনা ও অব্যাহত অভিনন্দন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়েছে। ১৭ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে নির্বাচিত কমিটির সকল সাংবাদিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শনিবার(১৯ ডিসেম্বর) সকালে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে আসেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। এ সময় তিনি সভাপতি মোঃ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের হাতে ফুলের তোড়া তুলে দেন। এছাড়া তিনি সভাপতি ও সম্পাদককে মুজিব বর্ষের লগু সম্বলিত দুটি টি-শার্ট উপহার দেন। বিজয়ী অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিকে একই দিন বিকালে সভাপতি সম্পাদকসহ নির্বাচনে বিজয়ী সদস্যদের হাতে রজনী গন্ধা ও গোলাপ ফুল তুলে দেওয়ার মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান সম্রাট ফার্ণিশার এর স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ মৃধা দুলাল। এ ছাড়াও নির্বাচনের ফলাফফল ঘোষনার পর থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটর সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন বার্তা অব্যাহত রেখেছেন। ব্যক্তিগত ভাবে অনেকেই মুঠোফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যাচ্ছেন।
আপনার মন্তব্য লিখুন