সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুরাদ খান এর বড় ভাই ফারুক খান মেম্বার আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুরাদ খান এর বড় ভাই ফারুক খান মেম্বার আর নেই
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটিনাশিয়ার গ্রামের স্থানীয় মেম্বার ও সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: মুরাদ খান এর বড় ভাই মো: ফারুক খান মেম্বার (৫০) রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাত ১২ টার দিকে নিজ বাড়িতে শারীরিকভাবে আকস্মিক অসুস্থ বোধ করলে তাৎক্ষনিক পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর কাটানিশার বাজার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রবাসে থাকা নিকটাত্বীয়রা লাশ একনজর দেখতে দেশে আসার পথে থাকায় ফ্রিজিং গাড়িতে লাশ রাখা হয়েছে তবে অদ্য দিবাগত রাতেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র নিশ্চিৎ করেছেন।
মহান আল্লাহ মরহুম মেম্বার ফারুক খানকে বেহেস্থ নসীব করার পাশাপাশি শোক সন্তোপ্ত পরিবারের সকলকে যেন ধৈর্য্য ধারণের তৌফিক নসীব করেন এই জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেছেন মরহুমের ছোট ভাই সরাইল প্রেসক্লাবের দফতর সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান।
আপনার মন্তব্য লিখুন