সরাইল প্রেসক্লাবের উদ্যোগে ‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(২১ডিসেম্বর) সন্ধায় সরাইল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরীতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের প্রভাষক মো. মনির হোসেন, ত্রীপুরার বিধান সভার সাবেক ডেপুটি স্পিকার শ্রী পবিত্রকর, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার, প্রভাষক জিয়াউর রহমান লাভলু , কমিউনিষ্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায়, আওয়ামী লীগ নেতা হাজী মো. কায়কোবাদ, ত্রিতালের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা, কবি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ মাসুদ, জহিরুল ইসলাম রিপন, মো. মুরাদ খান ও দীপক দেবনাথসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন