সরাইল প্রেসক্লাবের উদ্যোগে আল্লামা মোহাম্মদ আলী (রহ:) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ্।ে সদ্য প্রয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলার বয়:জ্যেষ্ঠ আলেম ও সরাইলের বড় হুজুর আল্লামা মোহাম্মদ আলী (রহ:) এর স্মরনে শুক্রবার(১৩ডিসেম্বর) সকাল ১০টায় সরাইল প্রেসক্লাবে উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দুইবার নির্বাচিত সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আইয়ুব খান, বর্তমান সভাপতি বদর উদ্দিন, সহ-সভাপতি এম এ মোসা, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দুলাল, পুলিশ অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সরাইল থানার ওসি(তদন্ত) নুরুল হক, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, সরাইল উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব সেলিম খন্দকার, ফয়সাল আহম্মেদ দুলাল, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সদস্য সামসুল আরেফিন, তৌফিক আহম্মেদ তফছির, মোহাম্মদ মাসুদ, সাংবাদিক মুরাদ খান ও দীপক কুমার দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান।
আপনার মন্তব্য লিখুন