সরাইল প্রেসক্লাবের উদ্যোগে শাহ আশরাফ উদ্দিন আহম্মেদ এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক, উপজেলার সদর ইউনিয়নের বনিক পাড়ার বাসিন্দা মরহুম শাহ আশরাফ উদ্দিন আহম্মেদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১এপ্রিল/২০১৯ রোজ রোববার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল- আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ঠাকুর মেজবাহ উদ্দিন মিজান, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, বিএনপি নেতা ও ইউসিসি এর সাবেক চেয়ারম্যান আনিসুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, হাজী মাহফুজ আলী, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি এম. এ মোসা, বিএনপি নেতা জহির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরাইল শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আমান উল্লাহ। কোরআন তেলায়াত করেন মোঃ জামাল। সঞ্চালনা করেন সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন। বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরাইল প্রেসক্লাবের সাংবাদিকগণ উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
আপনার মন্তব্য লিখুন