সরাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল হোটেল লালশালুকে অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ , ১০ জুন ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডস্থ লালশালুক হোটেলে আজ ১০জুন শনিবার সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো: আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, সরাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো:ইকবাল হোসেন। সরাইল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথি সাংবাদিকবৃন্দ উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন সরাইল শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আমান উল্লাহ।
আপনার মন্তব্য লিখুন