সরাইল পানিশ্বরে মেঘনা নদীর ভাঙ্গন প্রতিরোধে গ্রামরক্ষা বাঁধের উদ্ধোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বরে মেঘনা নদীর ভাঙ্গন প্রতিরোধে গ্রাম রক্ষা বাধেঁর উদ্বোধন করা হয়েছে। রোববার(২৬আগস্ট) সকালে পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের জিল্লু মিয়ার মাঠের নিকটে নদীতে বস্তা ফেলে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এসময় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, আওয়ামীলীগ নেতা ও পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবুল, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, যুবলীগ নেতা জিয়াউল ইসলাম জজ মিয়া, আশুগঞ্জ জাপার সভাপতি মেরাজ সিকদার, সংসদ সদস্যের পিএস(ব্যক্তিগত সহকারী) শেখ সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০ লাখ টাকা ব্যয়ে ৭৭ মিটার জন গুরুত্বপূর্ণ স্থান সমূহে বালুর বস্তা ফেলে ভাঙ্গন সাময়িকভাবে রোধ করতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন