সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। আজ ২৭এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টিতে এসে তিনি বিদ্যালয়ের সার্বিক বিষয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন । এসময় সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান বলেন, জেলা শিক্ষা অফিসার মহোদয় বিদ্যালয়ে এসে সার্বিক বিষয় পরিদর্শন করেছেন এবং বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, সততা স্টোর, লাইব্রেরী, বিজ্ঞানাগারসহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মন্তব্য লিখুন