সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুহা সায়িমের পুরস্কার গ্রহন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ৯ মে ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নুহা সায়িম আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার পেয়েছে। এটুআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে কিশোর বাতায়নে জেলা ব্র্যান্ডিং এর আলোকে শিক্ষার্থীদের অংশগ্রহনে “আমার জেলা আমার অহংকার” প্রতিযোগিতায় গুগুল গ্রুপে সে ২য় স্থান অর্জন করায় এ পুরস্কার পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাস (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে গত মঙ্গলবার(৮মে) বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক মো: রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। অনুষ্ঠানে জেলার ৮টি বিদ্যালয়ের মোট ১২জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও আইসিটি শিক্ষকদের পাশাপাশি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, আইসিটি শিক্ষক মো: তাসনিম হাসান ও নুহা সায়িমের অভিভাবক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন