সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর হারান চন্দ্র দেবনাথ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর হারান চন্দ্র দেবনাথ। সেই সাথে তিনি কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন। রোববার(৮এপ্রিল) সকাল থেকে শুরু করে দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন গবেষনা কর্মকর্তা মো: মাহবুব আলম, সহকারি পরিচালক মো: জসিম উদ্দিন। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, স্মার্ট বোর্ডের ও মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি পাঠদান, অন্যান্য শ্রেণিতে চলমান পাঠদান ও বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয় ছুটির পর তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন, শিক্ষকতা একটি আদর্শের পেশা। মহান এই পেশায় আপনারা জড়িত আছেন। সততা ও ন্যায়-নিষ্ঠার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করে যান। নিশ্চয় কর্মজীবনে এর সুফল পাবেন। সরকার পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানই জাতীয়করণ করবে। এ সময় তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৪টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের সাথে তিনি ফটোসেশন করেন।
আপনার মন্তব্য লিখুন