সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
১ জানুয়ারী ২০২৫ খ্রি রোজ বুধবার সকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামূল্যের পাঠ্যপুস্তক আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, সরাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য গাজী মো. আব্দুর রাজ্জাক, কাজী আমিনুল ইসলাম শেলভী ও ডাক্তার জোহেব আল হাসনাঈন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ।
আপনার মন্তব্য লিখুন