সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ , ১ জানুয়ারি ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে( ৩১ডিসেম্বর) বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অালহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাইয়ুব খান, সহকারী প্রধান শিক্ষক মোঃ অানোয়ার হোসেন মাস্টার, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ তাসলিম উদ্দিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মো: শাহজাহান মোতায়িদ ফরিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক গাজি মোহাম্মদ আব্দুল মাজিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সালমা আক্তার।
আপনার মন্তব্য লিখুন