সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার(১৮ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীরা উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-রচিত কবিতা, ছড়া ও চিত্রকর্মসহ শেখ রাসেলকে নিয়ে নানা লেখনি স্থান পেয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজন করাসহ দিবসটির তাৎপর্য উল্লেখ করে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন