সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , ১২ জুন ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের-২০২২ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আজ রোববার (১২ জুন) সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সদস্য ও সাংবাদিক তাসলিম উদ্দিন, সাবেক সদস্য ও সাংবাদিক মাহবুবুর রহমান খন্দকার, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক মোঃ নুরুল আমিন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন সরাইল রাহমাতুলিল্লাল আলামিন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আমান উল্লাহ। দোয়া পরিচালনা করেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ বেলালী আল কাদেরী সাহেব। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাসলিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি মাওলানা এ জেড এম সাইদুর রহমান, সৈয়দা ফারজানা খানম ও গাজী মোহাম্মদ আব্দুল মাজিদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী সকল শিক্ষার্থীদের লাল গোলাপ ফুল উপহার দিয়ে সকলকে বিদায়ী ফুলেল সংবর্ধনা দেন। বিদায়ী দুই শতাধিক শিক্ষার্থীকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল কর্তৃক মিষ্টি উপহার প্রদান বিদায়ী সকল শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দের মাত্রা যুগিয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন