সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল করিম দ্বিতীয় বারের মত উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , ১৯ মে ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ
আব্দুল করিম দ্বিতীয় বারের মত উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত), দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও জাতীয় অনলাইন খোলা বার্তা ২৪ এর সরাইল প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল সরাইল নিউজ ২৪ এর সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরাইল উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষকদের মধ্য থেকে
মাধ্যমিক স্কুল পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রথম বার তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন।
বৃহস্পতিবার (১৯ মে) সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক ফারহানা নাসরিন এবং সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একই কমিটির সদস্য সচিব খালিদ জামিল খান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সরাইল উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলসহ বিভিন্ন মহলের লোকজন অভিনন্দন জানিয়েছেন।
এদিকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোহাম্মদ আব্দুল করিম পর পর দুই বার উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায়ের পাশাপাশি তিনি সরাইল পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মচারী ও সংশ্লিষ্ট সকল শুভাকাংখীদের ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন