সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আজ ২৩সেপ্টেম্বর শনিবার সকালে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী আব্দুর রাজ্জাক, সুমন পারভেজ, মো: তাসলিম উদ্দিন, শাহজাহান মোতায়েদ ফরিদ, অভিভাবক মোস্তাফিজুর রহমান, আজাদ উদ্দিন ঠাকুর, সঞ্জীব কুমর চক্রবর্তী, খন্দকার তারেক আহম্মদ, দুলাল মাহমুদ আলী, হানিফ মিয়া, বেলায়েত হোসেন মিল্লাত, নাসরিন আক্তার, সখিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মোশাহেদ উল্লাহ, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অনুসূয়া দেবনাথ পূজা।
আপনার মন্তব্য লিখুন