সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উক্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি সরাইলের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার স্মৃতিচারণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মাওলানা এ জেড এম সাইদুর রহমান।
এদিকে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ” ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস” যথাথোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন