সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাউশি’র উপপরিচালক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাউশি’র উপপরিচালক
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর উপ-পরিচালক(ডিডি) রোকসানা ফেরদৌস মজুমদার। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসলে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
পরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।
একই দিন সরাইল ও নাছিরনগর উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন