সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় এ উপলক্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর স্মৃতিচারণ করে আলোচনাপর্ব শেষে এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ রাসেল এর পথিকৃতিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে সরাইল উপজেলা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন