সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ ২০সেপ্টেম্বর বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে সিএনজি অটোরিক্সা যোগে সরাইল আসার পথে কুমিল্লা-সিলেট সড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর নামক স্থানে সিএনজি অটোরিক্সাটির সামনের চাকা খোলে সিএনজি অটোরিক্সাটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় অন্যান্য যাত্রীসহ শিক্ষক হাবিবুর রহমান ডান হাতে মারাত্বক জখম হয়ে আহত হন। এসময় সহিলপুর গ্রামের মৎস ব্যাবসায়ী মো: ইসহাক মিয়া আহত শিক্ষক হাবিবুর রহমানকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে আসেন। এসময় খবর পেয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ তারঁ পরিবারের লোকজন হাসপাতালে ছুঁটে যান। সরাইল হাসপাতাল থেকে আহত শিক্ষক হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত শিক্ষক হাবিবুর রহমানের জন্য তারঁ পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন