সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন এর বিরুদ্ধে জনৈক অভিভাবকের আনীত অভিযোগের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , ২৭ জানুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর বিরুদ্ধে জনৈক অভিভাবক মোছাঃ মোফেজা বেগম কর্তৃক আনীত অভিযোগের প্রেক্ষিতে অদ্য ২৭ জানুয়ারি ২০২০ খ্রি: রোজ সোমবার সকাল ৯.০০ ঘটিকায় অত্র বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান রওশন আরা মাকসুদা এর সভাপতিত্বে শিক্ষক-শিক্ষিকাগণের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর বিরুদ্ধে জনৈক অভিভাবক কর্তৃক আনীত অভিযোগের প্রেক্ষিতে সভায় বিশদ আলোচনা হয়। এ সময় শিক্ষক-শিক্ষিকাগণের নিজ নিজ বক্তব্যে বলেন গত ২২জানুয়ারী ২০২০ খ্রিষ্টাব্দ বুধবার বিদ্যালয় চলাকালীন সময়ে জনৈক অভিভাবক মোছাঃ মোফেজা বেগম বিদ্যালয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত চতুর্থ শ্রেণির কর্মচারী নাজমা বেগম এর সাথে অশুভ আচরণ করেন। এ সময় নানা অপবাদ দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেনকে কটাক্ষ করে তিনি গালমন্দ করার সময় প্রধান ফটকসংলগ্ন দোকানিরা এর প্রতিবাদ জানান। পরে জনৈক অভিভাবক মোছাঃ মোফেজা বেগম বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনকে কটাক্ষ করে নানা কথা বলার সময় প্রধান শিক্ষকও(ভারপ্রাপ্ত) তাৎক্ষনিক এর প্রতিবাদ জানান। এ সময় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন জনৈক অভিভাবক মোছাঃ মোফেজা, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাহাঙ্গীর মিয়া নামে বিদ্যালয়ের অপর একজন অভিভাবকের উপস্থিতিতে বিষয়টি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণকে অবগত করেন। শিক্ষক-শিক্ষিকামন্ডলী তাৎক্ষনিক বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা করলে মোফেজা বেগম নিজেকে একই বিদ্যালয়ের সাবেক ছাত্রী পরিচয় দিয়ে সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উপস্থিতিতে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন এর নিকট অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করে বিষয়টি আপোষ মীমাংসা করেন এবং খুশি মনে বিদ্যালয় ত্যাগ করেন। কিন্তু একই বিষয়ের সূত্র ধরে পরবর্তীতে তিনি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা আপত্তিকর কথাবার্তা লিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন যা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন এর ব্যক্তিগত ইমেজসহ বিদ্যালয়ের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ব্যপারে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী উক্ত সভায় নিজ নিজ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া বিদ্যালয়ে সুনামের সহিত চলমান শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক দেওয়ান রওশন আরা মাকসুদা, তাছলিমা খাতুন, এ জেড এম সাইদুর রহমান, হাবিবুর রহমান, সৈয়দা ফারজানা খানম, নুরুন্নাহার বেগম, সৈয়দা লিপি আক্তার, গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ, মোহাম্মদ আব্দুল করিম, মোঃ ফখরুদ্দিন, মোঃ সেলিম আজহারুল ইসলাম ঠাকুর, সাদেকুর রহমান, আরিফা বেগম, তাসনিম হাসান, আকাইদ মিয়া, মোশাহেদ উল্লাহ ও মুক্তা বেগমসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন