২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

f-2 f-3 f-4

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। আজ মঙ্গলবার(৩১ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন। চাকরি বিধি অনুযায়ী ৬০বছর পূর্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান অবসর গ্রহন করায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব হস্তান্তর উপলক্ষে প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদে একাধিকবার নির্বাচিত সভাপতি ও সরাইল উপজেলা পরিষদের ২বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর,বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবি ও শহীদ বুদ্ধিজীবির সন্তান এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর, সহকারি শিক্ষক(ইংরেজি) গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ ও সহকারি শিক্ষক(গণিত) মোহাম্মদ আব্দুল করিম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অন্যান্য কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন