সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের উদ্যোগে ও দুর্ণীতি দমন কমিশনের অর্থায়নে আজ বুধবার(২১আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন