সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত) মোহাম্মদ আব্দুল করিম উপজেলার শ্রেষ্ট শ্রেণি শিক্ষক নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ , ২২ মার্চ ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শ্রেষ্ট শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত) মোহাম্মদ আব্দুল করিম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সরাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দী শিক্ষকদের মধ্য থেকে তিনি শ্রেষ্ট শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি ২০০৯ সাল থেকে দৈনিক নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা হিসেবে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি অনলাইন পত্রিকা(পোর্টাল) “সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম” ও অনলাইন টেলিভিশন “সরাইল টিভি” এর সম্পাদক ও প্রকাশক, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ‘গণিতের মৌলিক ধারণা” বইয়ের লেখক ও প্রকাশক। এছাড়া তিনি সরাইল সৈয়দটুলা মাস্টার মিশন স্কুল, ব্রাহ্মণবাড়িয়া মডার্ণ স্কুল ও সৈয়দটুলা পশ্চিম পাড়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক। সম্প্রতি তিনি উপজেলা সদরের নিজ সরাইলে ও সরাইল পাইালট বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিকে অবস্থিত আলহাজ্ব তাইজ উদ্দিন ভবনের নিচতলায় মাস্টার আইটি ইন্সটিটিউট এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার(এমসিটি) প্রতিষ্ঠিত করেছেন। এ ব্যাপারে সরাইল উপজেলায় নব নির্বাচিত শ্রেষ্ট শ্রেণি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম তাঁকে উপজেলার শ্রেষ্ট শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সেই সাথে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন