সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে রাজ্জাক, মাহফুজ, ফরিদ ও শেলভী বিজয়ী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০১৮ সোমবার(১৯নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী মোট ৭জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন ৪জন। নির্বাচনে বিজয়ীরা হলেন গাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক(প্রথম, প্রাপ্ত ভোট: ৫৪৭, ক্রমিক নং-২), মো: মাহফুজ মিয়া(দ্বিতীয়, প্রাপ্ত ভোট: ৪৯০, ক্রমিক নং-৫), শাহজাহান মোতায়েদ ফরিদ(তৃতীয়, প্রাপ্ত ভোট: ৪২৯, ক্রমিক নং-৭), কাজী আমিনুল ইসলাম শেলভী( চতুর্থ, প্রাপ্ত ভোট: ৩৭২, ক্রমিক নং-১)। প্রতিদ্বন্দ্বী পরাজিত অন্যান্য প্রার্থীর মধ্যে ৩৪৪ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন তাছলিম উদ্দিন(ক্রমিক নং-৩), ৩২১ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন মো: শাহ আলম(ক্রমিক নং-৬) ও ২২৯ভোট পেয়ে সপ্তম স্থানে রয়েছেন মো: ফরিদ উদ্দিন আহমেদ(ক্রমিক নং-৪)। উক্ত নির্বাচনে মোট ভোটার ছিল ১হাজার ১শত ১টি। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান ।
আপনার মন্তব্য লিখুন