সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ১৯নভেম্বর
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ , ২৯ অক্টোবর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০১৮ নির্বাচন আগামী ১৯নভেম্বর রোজ সোমবার অনুষ্ঠিত হবে। গত ২৪অক্টোবর প্রকাশিত সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্মারক নং- উমাশিঅ/সরাইল/ম্যা:ক:নি/০৭(৪)/২০১৬/৪০২ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ: ২৯/১০/২০১৮ থেকে ৩১/১০/২০১৮, প্রতিদিন বিদ্যালয় চলাকালীন সময়ে স্থান: প্রধান শিক্ষকের কার্যালয়। মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশের তারিখ: ১/১১/২০১৮ স্থান: প্রিজাইডিং অফিসারের কার্যালয়। সময়: দুপুর ১টা। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ: ৪/১১/২০১৮, বিকাল ৪টা। প্রতিদিন বিদ্যালয় চলাকালীন সময়ে, স্থান: প্রধান শিক্ষকের কার্যালয়। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ৫/১১/২০১৮ তারিখ সকাল ১১টা। বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৯/১১/২০১৮ তারিখ রোজ সোমবার সকাল ১০টা হতে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।
আপনার মন্তব্য লিখুন