সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য সাংবাদিক তাসলিম উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ , ১২ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য সাংবাদিক মো: তাসলিম উদ্দিনকে সম্মানা স্মারক প্রদান করা হয়েছে। সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে “মাদক’কে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৮ সফলভাবে সম্পন্ন হওয়া উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে ইসরাত। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ ইকবাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সাবেক ফুটবলার অাবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রনি, ওমর ফারুক, সালাহ উদ্দিন সুমেল প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন