সরাইল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত হয়েছে। “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”, “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় সরাইল থানা হতে ব্যানার ও ফেস্টুন শোভিত বর্ণাঢ্য র্যালী বের হয়ে থানা মোড়, অন্নদা মোড়, বিকাল বাজার প্রদক্ষিণ করে সরাইল উপজেলা চত্বর হয়ে সরাইল থানায় এসে র্যালী শেষে হয়। পরে বেলা ১১ টা ২৫ মিনিটে সরাইল থানা সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির আহবায়ক মৃধা আহমাদুল কামাল।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর থানা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সরাইল থানা এলাকার সকল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
জনসেবা ও সম্প্রীতি, জনগণ এবং পুলিশ সম্মেলিতভাবে একতাবদ্ধ হয়ে সকল প্রকার অপরাধ নির্মূল করাসহ জনগণের নিকট পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সরাইল থানা পুলিশ সকলকে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
আপনার মন্তব্য লিখুন