সরাইল থানা পুলিশের অভিযানে ১১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ সোমবার(২৯অক্টোবর) সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ নূরুল হক এর নেতৃত্বে এসআই আবু বকর সিদ্দিক, এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ অস্ত্র উদ্ধার করে। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাওঁ ইউনিয়নের আখিঁতারা গ্রামে ইউপি চেয়ারম্যান মো: কাজল চৌধুরীর সমর্থক বাবুল চৌধুরীর বাসভবন থেকে মারামারিতে ব্যবহৃত ৮১ (একাশি) টি লাঠি, ২০ (বিশ) টি এককাইট্টা এবং ১৪ (চৌদ্দ) টি পল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন