সরাইল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত-উদ-দৌলা খাঁন। বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৭ সেপ্টেম্বর) তিনি সরাইল থানা পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট থানা ভবনের সামনে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মো. আনিছুর রহমান ও সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে সশস্ত্র সালাম প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক অফিসার ইনচার্জের কক্ষে থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন রেজিস্টারে মন্তব্য লেখেন। পরিদর্শন কাজে সহযোগিতা করেন সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন। পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিক-নির্দেশনা প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন