২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত-উদ-দৌলা খাঁন। বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৭ সেপ্টেম্বর) তিনি সরাইল থানা পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট থানা ভবনের সামনে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

FB_IMG_1632827465266

সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মো. আনিছুর রহমান ও সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে সশস্ত্র সালাম প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক অফিসার ইনচার্জের কক্ষে থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন রেজিস্টারে মন্তব্য লেখেন। পরিদর্শন কাজে সহযোগিতা করেন সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন। পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিক-নির্দেশনা প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন