সরাইল থানার ওসি মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার মানবতার প্রশংসায় এলাকাবাসী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার মানবতার প্রশংসা করছেন এলাকার সাধারণ মানুষ। “সেবাই পুলিশের ধর্ম” এই স্লোগানের বাস্তব চিত্র বুধবার(২৯আগস্ট) ফুটে উঠেছে ওসি মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার মানবীয় কর্মককান্ডে। বুধবার দুপুরে এনা পরিবহনের একটি বাস উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩জন নিহত ও ২০জন আহত হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছেঁ উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে মহাসড়কের পাশে ভীড় জমান। এ সময় ইউনিফর্ম পরিহিত সরাইল থানার ওসি মো: মফিজ উদ্দিন ভূইঁয়া ফায়ার সার্বিসের উদ্ধার কর্মীদের সাথে পানিতে অর্ধ-নিমজ্জিত দুর্ঘটনা কবলিত বাসের ভেতরে প্রবেশ করে হতাহতদের উদ্ধার কাজে অংশ গ্রহন করেন। প্রানান্তকর চেষ্টা করে একের পর এক আহতদের উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। এছাড়া আহত ব্যক্তিদের খন্ডিত অঙ্গানু বাসের ভেতর থেকে উদ্ধারের দৃশ্য উপস্থিত জনতা মুঠোফোনে ধারণ করেন। এই ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওসির এহেন মানবীয় কর্মকান্ডের প্রশংসা ছড়িয়ে পড়ে। বিপদগ্রস্থ মানুষকে উদ্ধার করে সেবার হাতকে প্রসারিত করতে পানিতে নেমে ইউনিফর্ম পরিহিত ওসি মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার উদ্ধার কর্মকান্ড উপস্থিত উৎসুক জনতারও প্রশংসা কুড়িয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, সিনিয়র এ এসপি(সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
আপনার মন্তব্য লিখুন