সরাইল থানার ওসির উদ্যোগে পবিত্র রমজানে মাসব্যাপি কোরআন প্রশিক্ষন কোর্স আনুষ্ঠানিকভাবে সমাপ্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , ১৩ জুন ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়ার উদ্যোগে পবিত্র রমজানের শুরু থেকে মাসব্যাপী সুরা-কেরাত, দোয়া, মাসআলা-মাসায়েল ও সহিশুদ্ধ নামায শিক্ষাদানের কোর্স আনুষ্ঠানিভাবে সমাপ্ত করা হয়েছে। ২৭শে রমজান(১৩জুন) বুধবার সরাইল থানা হলরুমে সমস্ত পুলিশ সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত প্রশিক্ষন কোর্স সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় প্রশিক্ষক উপজেলা সদরের চাঁনমনিপাড়ার মাদ্রাসায়ে ক্বাসেমিয়া দারুল উলুম এর পরিচালক মুফতি মোর্শেদ আলম চৌধুরীকে সরাইল থানার অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির , সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া, সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামানসহ সরাইল থানার অফিসার ও ফোর্সবৃন্দ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন- আমাদের সরাইল থানায় এই বছর থেকে আমরা যেভাবে এই দ্বীন শিক্ষাকার্যক্রম চালু করেছি আশাকরি তা কেয়ামত পর্যন্ত প্রত্যেক বছর চালু থাকবে ইনশাআল্লাহ এবং তিনি বাংলাদেশের প্রত্যেক থানায় অফিসার ও ফোর্সদেরকে আখেরাতের সফলতা অর্জনের লক্ষ্যে এই শিক্ষাকার্যক্রম চালু করার আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষনের প্রশিক্ষক মুফতি মোর্শেদ আলম চৌধুরী বলেন- সরাইল থানাই নয় পুরো বাংলাদেশের ইতিহাসে অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁঁইয়া এর এই মহৎ উদ্যোগ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আল্লাহ তায়ালা উনার হায়াতে বরকত দান করুন এবং উনার এই উদ্দ্যোগ সরাইল থানায় কেয়ামত পর্যন্ত চালু থাকুক এবং তার মাধ্যমে মহান আল্লাহ সকলকে আখেরাতে মুক্তির ব্যবস্থা করুন, “আমিন”।
আপনার মন্তব্য লিখুন