সরাইল থানার উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে সরাইল থানায় আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) মো. আলমগীর হোসেন ও সহকারি পুলিশ সুপার, সরাইল সার্কেল(অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদন্নতি প্রাপ্ত) মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন