সরাইল ডিগ্রি কলেজে ছাত্রলীগের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ , ৯ জুলাই ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ডিগ্রী কলেজে ছাত্রলীগের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮জুলাই) সকালে বাংলাদেশ ছাত্রলীগ সরাইল ডিগ্রি কলেজ শাখা কর্তৃক উক্ত নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার। সরাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কদ্বয় আফসার উদ্দিন, শরীফ উদ্দিন, জাবেদুল, আলী আমজাদ হৃদয়, জুয়েল, শুভ, আমিন, বাইজিদ, রাহাতসহ ছাত্রলীগের নেতা-কর্মী, কলেজের নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আনুুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ সরাইল কলেজ শাখার পক্ষ থেকে ফুল দিয়ে কলেজের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন