সরাইল চুন্টা সূফি রুহুল আমিন টি-টেন ক্রিকেট টুর্ণামেমেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ , ৫ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টায় “সূফি রুহুল আমিন টি-টেন” ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয়ের মাস উপলক্ষে মাদক ও দাঙ্গামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আজ শনিবার(৫ ডিসেম্বর) সকালে চুন্টা এ সি একাডেমী মাঠে উক্ত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল হামিদ ভাসানী। চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে চুন্টা ইউপি জাপার সভাপতি হাজী বাহার মিয়া, চুন্টা এসি একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক সাদেকুল বাশার, সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয়, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক এম এ রহিম, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সানা উল্লাহ গিয়াস উদ্দিন সেলু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চুন্টা ইউপি সচিব সালা উদ্দিন সুমেল, সাবেক মেম্বার আব্দুল মৌল্লা, চুন্টা এসি একাডেমি ম্যানেজিং কমিটির সদস্য আসাদ মিয়া, ফুলমিয়া মাস্টার ও নায়েব আলী মাস্টারসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী লোকজন উক্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন