সরাইল গুনারা মান্নানিয়া জামানিয়া দরবার শরীফের উদ্যোগে জুশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী পালন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল গুনারা মান্নানিয়া জামানিয়া দরবার শরীফের উদ্যোগে জুশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী পালন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের গুনারা মান্নানিয়া জামানিয়া দরবার সরীফে জুশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। আজ বুধবার (২০ অক্টোবর, ১২ রবিউল আওয়াল), সকালে আয়োজিত আনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আতিকুর রহমান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আহম্মদ আলী, রহমত হোসেন, জাপা নেতা সাইদূর রহমান শিশির ও মোঃ আক্তার মিয়া। মিশন আলী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা এরশাদ হোসেন আজহারী। এতে আলেম -ওলামা ও বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন