সরাইল কালিকচ্ছ ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার পারভেজ টিংকু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ , ১৭ নভেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল কালিকচ্ছ ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার পারভেজ টিংকু
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে
নৌকা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার পারভেজ টিংকু। আজ বুধবার (১৭ নভেন্বর) সন্ধায় উপজেলার কালকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হয়।
কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাত হোসেন টিটুর সভাপতিত্বে ও কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী পায়েল হোসেন মৃধা।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমির আলী, হাজী মজিবুর রহমান, সরাইল উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু আহাম্মদ মৃধা, ইলিয়াস খান, আলী মিয়া, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আমিন খান, যুগ্ম আহবায়ক মোঃ হোসেন, বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবু শামীম ছানা, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ লস্কর, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তকদির হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেক লীগের প্রতিবন্ধী বিষয়ক সম্পসদক আনোয়ার পার্ভেজ টিংক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে কালিকচ্ছ ইউনিয়ন বাসী সর্বস্তরের জনগণকে অনুরোধ জানিয়েছেন। পরে উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে কালিকচ্ছ বাজারের বিভিন্ন স্তরের লোকজনের মাঝে৷ নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তিনি ভোট চান।
এ সময় তিনি কালিকচ্ছ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রোকিয়া আক্তারসহ নৌকা প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন