সরাইল কলেজ সরকারীকরণে সম্পত্তি হস্তান্তরে স্বাক্ষর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , ১৮ মে ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল কলেজ সরকারীকরণের লক্ষ্যে কলেজের সকল স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তরের স্বাক্ষর অনুষ্ঠান গত রবিবার দুপুরে সরাইল কলেজের অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল কলেজ সরকারীকরণের লক্ষ্যে সকল স্থাবর ও অস্থাবর সম্পদ ৪.৯৬ একর ভূমি যাহার মূল্য ৯ কোটি ১০ লক্ষ ৪২ হাজার ৭শত ৩৫ টাকার সম্পত্তি হস্তান্তরের বর্ণণা দেন। কলেজের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ূন কবির, উপজেলা জাপার নেতা ফজলুল হক মৃধা, আওয়ামীলীগের নেতা আব্দুস সামাদ, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রমথ নাথ চক্রবর্তী, কলেজের সাবেক সদস্য বশির উল্লাহ, হাজী মাহফুজ আলী, আবু আছাদ ঠাকুর , মো: আতাহার হোসেন বকুল ,সরাইল কলেজের ব্যবস্থাপনা সদস্য সৈয়দ ইসমাঈল মিয়া উজ্জ্বল, আব্দুল জব্বার ,আমিন খান, জহির উদ্দিন আহম্মেদ , মজিদ বক্স, কালিকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন