সরাইল ও আশুগঞ্জকে অনতিবিলম্বে পৌরসভা করতে হবেঃ সংসদে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ২৬ জুন ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও আশুগঞ্জকে অবিলম্বে পৌরসভা করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। সোমবার(২৪জুন) জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন। বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধাভরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরন করে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শত প্রতিকূলতার মাঝে জীবনমান বাজি রেখে তাঁকে নির্বাচিত করায় ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চলতি বাজেট সম্পর্কে বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের এই বিশাল বাজেট কতটা জনকল্যানমুখী তা নিয়ে এখনও সন্দেহ আছে। বাজেট যেভাবে প্রতিবছর বাড়ছে সেভাবে প্রতিবছর ঘাটতিও বিপুল পরিমান বাড়ছে। বাজেট বাস্তবায়নের হার প্রতিবছর কমছে। আর এই ঘাটতি মিঠাতে ঋনের পরিমাণও বাড়ছে। বিনিয়োগের স্থবিরতা চলছে। আশানুরুপ বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হলে রাজস্বও আদায় হবে না। বাজেটে জিডিপি ৮.৩শতাংশ বলা হলেও কর্মসংস্থানের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে বিদেশে যেতে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। দক্ষ জনশক্তি তৈরী করতে পারেনি এই সরকার। কৃষিখাতে গত অর্থ বছরের তুলনায় কম বরাদ্ধ রাখা হয়েছে বাজেটে। গত বছরের তুলনায় এইবারই সবচেয়ে কম বরাদ্ধ রাখা হয়েছে কৃষিতে। শিক্ষাখাতেও সঠিকভাবে নজর দেওয়া হয়নি। একদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হলেও অপরদিকে প্রতিটি প্রকল্পে ব্যয় দ্বিগুন বাড়িয়ে দুর্নীতির সুযোগ দেওয়া হচ্ছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে হরিলুটকান্ড, শেয়ার বাজার লুট, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হলেও কোনো প্রতিকার নেই। ঋন খেলাপিদের বিরুদ্ধে কোনো সঠিক নির্দেশনা নাই।
সম্প্রতি ঘোষিত শীর্ষ ৩শত ঋন খেলাপির ঋন আদায়ে সরকারের পদক্ষেপ কি জাতি জানতে চাই। আমরা তা দেখতে চাই। এই বাজেটে ধনী- গরীবের বৈষম্য আরও বাড়বে। তিনি আরও বলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে একবছরের বেশি কাল কারাগারে আটক রাখা হয়েছে । অবিলম্বে তার সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার স্বার্থে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত আমরা মুক্তি চাই। তিনি বলেন আমার দীর্ঘ ৫০বছরের আইন পেশার অভিজ্ঞতার আলোকে বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা জামিনযোগ্য। কিন্তু শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে জামিন দিয়ে আবার নানা উচিলায় চলচাতুরী করে কারাগারে আটক রাখা হচ্ছে। এটা নিতান্তই অমানবিক। উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) এলাকাসহ সারা দেশের বিএনপি ও বিরোধী দলীয় হাজার হাজার নেতা-কর্মীদের নামে করা গায়েবী মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন। সরাইল-অরুয়াল রাস্তা সংস্কার, মলাইশ-শাহজাদাপুর রাস্থা, অরুয়াইল-রানিদিয়া-দুবাজাইল-রাজাপুর-কাকুরিয়া রাস্তা, অরুয়াইল-ফতেহপুর-পরমানন্দপুর-বড়ইছড়া রাস্তা, ভূইশ্বর-পরমানন্দপুর রাস্তা, রসুলপুর মোড় হইতে আজবপুর-নরসিংহপুর রাস্তা, সরাইল-পানিশ্বর রাস্তা, সরাইল-বিটঘর রাস্তা, কালিকচ্ছ-বাড়িউড়া রাস্তা, গলানিয়া হইতে শাহপুর বাজার পর্যন্ত রাস্তা, বড্ডাপাড়া হইতে তেরকান্দা হয়ে আইরুল পর্যন্ত রাস্তা, চরচারতলা রেলস্টেশন হইতে টেকপাড় পর্যন্ত রাস্তা, চরচারতলা হইতে আশুগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তা, আশুগঞ্জ-লালপুর রাস্তা, আশুগঞ্জ-দৌড়িসার রাস্তা ও আশুগঞ্জ-নবীনগর রাস্তা অবিলম্বে নির্মাণের দাবি জানান। এছাড়া পানিশ্বর বাজার ও রাজাপুর গ্রাম মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করতে বেরিবাধঁ নির্মানের দাবি জানান।
আপনার মন্তব্য লিখুন