সরাইল এ ‘নতুন দিন’ এর উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ , ১২ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
‘‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উক্ত দিবসে আরো অংশগ্রহন করে এনজিও সংস্থা সীমান্তিক ‘নতুন দিন’ প্রকল্পের কর্মীবৃন্দ । সরাইল উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গত ১১ই জুলাই ২০১৯ইং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দিবসটি পালনের অংশ হিসেবে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে ফিরে যায়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সুমন মিয়া, মেডিকেল অফিসার ডাঃ অনন্যা, সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান সহ উপজেলার সরকারি কর্মকর্তা বৃন্দ , সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি বৃন্দ, সরাইল “নতুন দিন” এর ফিল্ড সুপারভাইজার মর্জিনা বেগম, হিসাব সহকারী সৈয়দ হাবিবুর রহমান, কমিউনিটি মবিলাইজার, “নতুন দিন” এর গোল্ড ষ্টার মেম্বার, সূর্য্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার সহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আপনার মন্তব্য লিখুন