সরাইল উপজেলা ৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের আঙ্গিনা মোটরসাইকেলের দখলে, দেখার কেউ নেই!!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , ৭ মে ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
কোনো সভা বা সমাবেশ স্থল নয়, কোনো হোটেল বা বানিজ্যিক ভবনের আঙ্গিনা নয়, কোনো এনজিও অফিস বা রাজনৈতিক কার্যালয় নয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ৫০শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের আঙ্গিনা অফিস চলাকালীন সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেলের দখলে থাকলেও দেখার যেন কেউ নেই। হ্সাপাতালে কর্তব্যরত ডাক্তারদের সাথে সখ্যতা গড়ার জন্য বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অফিস চলাকালীন সময়ে হাসপাতালের আঙ্গিনায় মোটরসাইকেল রেখে প্রায়ই হাসপাতালে ভীড় জমান বলে অভিযোগে জানা গেছে। সরজমিনে ০৭মে রোববার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে গিয়ে হাসপাতালের আঙ্গিনায় ২০/৩০টি মোটর সাইকেল সারিবদ্ধভাবে থাকতে দেখা যায়। অনুসন্ধানে জানা যায় এসব মোটরসাইকেলের চালক বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি। হাসপাতালের আঙ্গিনায় তাদের মোটরসাইকেল রেখে হাসপাতালের বারান্দা ও বিভিন্ন কক্ষে তারা অপেক্ষমান থাকেন । সুযোগ বুঝেই আলাপ চারিতায় ব্যস্ত হয়ে পড়েন হাসপাতালের বিভিন্ন কক্ষে কর্তব্যরত ডাক্তারদের সাথে। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। এলাকাবাসীর প্রশ্ন উপজেলার ৫০শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালটির আঙ্গিনায় এতগুলো মোটরসাইকেল রেখে অফিস চলাকালীন সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালে কেন যান এবং গিয়ে কি করেন ? তাদের প্রতিরোধ করে হাসপাতালে রোগীদের শতভাগ সেবার সুষ্টু পরিবেশ নিশ্চিৎ করার বিষয়টি দেখার কি কেউ নেই?
আপনার মন্তব্য লিখুন