সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, যুগ্ম আহবায়ক-১ মোঃ হোসেন মিয়াকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে একমাত্র প্রার্থী ঘোষনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার(৯জানুয়ারী) বাদ মাগরিব উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আমিন খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক-১ মোঃ হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন। সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আসন্ন ইউপি নির্বাচনে ৭ং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের একমাত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক-১ মোঃ হোসেন মিয়ার নাম ঘোষনা করা হয়েছে। এ সময় করতালির মাধ্যমে উপস্থিত নেতা-কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। সভা শেষে সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক মনোনীত ৭ং সরাইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের একমাত্র প্রার্থী মোঃ হোসেন মিয়া ও নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে দলীয় নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পথ সভার মাধ্যমে সমাপ্ত করে।
আপনার মন্তব্য লিখুন