সরাইল উপজেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ , ৪ আগস্ট ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল উপজেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবি
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়েছেন সরাইল উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সরাইল উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মেহেদী হাসান পলাশ ও সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল করিম গতকাল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের আন্দোলনকে উদ্দেশ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার আহবায়ক জসিম উদ্দিন রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সভাপতি শেখ মোঃ হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরীসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরসহ বর্বরোচিত গ্রেফতার করা হয়।
সরাইল উপজেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আপনার মন্তব্য লিখুন