সরাইল উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান এর মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শোক প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
নরসিংদী জেলার বেলাব উপজেলার মন্দভাগ এলাকার কৃতি সন্তান, চাদঁপুর জেলার কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সরাইল উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান এর মৃত্যুতে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এক শোক বার্তায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার বলেন, সরাইল উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইদুর রহমান এর মৃত্যুতে সরাইল উপজেলা মাধ্যমিক স্তরের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ গভীরভাবে শোকাহত। জনাব সাইদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে সরাইল উপজেলায় দায়িত্ব পালনকালে অত্যন্ত আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার সাথে উপজেলার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের কল্যাণে কাজ করে গেছেন। তিনি অত্র উপজেলায় দায়িত্বপালনকালে কোনো শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী কষ্ট পেয়েছেন বলে আমার জানা নেই। হাসি খুশি মনে তিনি কর্তব্যকাজ পালন করে গেছেন। সর্বশেষ কর্মস্থল কচুয়া উপজেলায় স্ট্রোক করে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে জনাব সাইদুর রহমান এর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন তিনি। সেই সাথে মহান আল্লাহ যেন তাঁকে বেহেস্থ নসীব করেন সে কামনাও করেন। এছাড়া তিনি শোক সন্তোপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপনার মন্তব্য লিখুন