সরাইল উপজেলা শিল্পকলা একাডেমী আনুষ্ঠানকি উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ , ৪ জুলাই ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শিল্পকলা একাডেমী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। এ উপলক্ষে বুধবার সকালে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, সরাইল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মানবর্দ্ধন পাল, নাসিরনগর কলেজের বাংলা বিভাগের প্রধান জামিল ফোরকান, শিল্পকলা একাডেমির সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, মো. ইকবাল হোসেন, সরাইল কলেজের অভিভাবক প্রতিনিধি মো. মজিদ বক্স, সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সদস্য সচিব মো. হুমায়ুন কবির প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন