সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া দলীয় পদ থেকে বহিস্কার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সিদ্ধান্ত ও নির্দেশে এবং ২ মার্চ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার সিদ্ধান্ত মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস এক বিবৃতিতে স্বীয় পদ থেকে মোঃ শের আলম মিয়াকে বহিষ্কার করেছেন। মোঃ শের আলম মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সরাইল প্রাতঃবাজারে হত্যাকাণ্ডের শিকার হন সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক প্রকাশ রকেট মেম্বার। এ ঘটনার পরদিন নিহত রকেট মেম্বার এর পুত্র শাহনেওয়াজ রনি বাদী হয়ে সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ শের আলম মিয়াসহ ২২জনের নামে ও অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত পুলিশ ১৭জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন